Skip to main content
 

রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সংক্ষিপ্ত ইতিহাস

রংপুর জেলার ইতিহাসঃ

রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচীনকাল থেকে এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। রঙপুর নাম হতে রংপুর নামের উৎপত্তি হয়। আইন-ই-আকবরীর বিবরণ অনুযায়ী মোঘল রংপুর ৩ ধরনের প্রশাসনিক এলাকা নিয়ে গঠিত ছিল। ১৬৮৭ খ্রিস্টাব্দে ঘোড়াঘাটে মোগলদের একটি ফৌজদারী হেড কোয়ার্টার স্থাপন করা হয়। রংপুর শহর ১৭৬৯ সালের ১৬ ডিসেম্বর জেলা সদর দপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৮৬৯ সালে মিউনিসিপালিটি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

রংপুর আদালতের ইতিহাসঃ

১৮০৮ সালে রাজা রামমোহন রায় রংপুরের কালেক্টরের দেওয়ান নিযুক্ত হন। ১৮৭৭ সালের পূর্বেই মাহিগঞ্জে রেল লাইন স্থাপিত হয়। ১৮৬১ সালে ইংরেজদের নতুন বিচার ব্যবস্থা কোর্ট কাচারি স্থাপিত হয়। মাহিপুরের জমিদারের মত নবাবগঞ্জের জমিদারেরা তাদের বসতবাড়ির আশেপাশে কাচারি বাড়ি নির্মাণ করেন। উকিল মোক্তারে ভরে উঠে আদালত,গড়ে উঠে নতুন শহর। নামকরণ হয় রঙপুর।

জেলা ও দায়রা জজ আদালতঃ ১৯০৪ সালে সর্বপ্রথম রংপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ শাষণ হতে মুক্ত হওয়ার পর রংপুর আদালতের ১ম জেলা ও দায়রা জজ ছিলেন মি. এস এব চক্রবর্তী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আঃ মমিথ চৌধুরী জেলা ও দায়রা হিসেবে রংপুরে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে রংপুরের তাজহাট জমিদার বাড়িতে বাংলাদেশ সুপ্রীম কোর্টে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপিত হয়

ম্যাজিস্ট্রেট কোর্টঃ ১ লা নভেম্বর ২০০৭ সালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত , রংপুর প্রতিষ্ঠা হয়। প্রায় ২০ হাজার মামলা নিয়ে যাত্রা শুরু করে। ১ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব মোঃ শফিকুর রহমান। বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছে জনাব মোঃ শওকত আলী। গত ১৫ই জুলাই ২০২১ সালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যাত্রা শুরু করে। প্রথম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলেন জনাব এফ, এম, আহসানুল হক যিনি বর্তমানেও কর্মরত আছেন। 

আদালতের অবকাঠামোঃ

রংপুর জেলা ও দায়রা জজ আদালতে সুউচ্চ ম্যাজস্ট্রেট বিল্ডিং সহ ৩ টি বিল্ডিং রয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন ও পুরাতন নথিসহ একটি সুসজ্জিত রেকর্ড রুম রয়েছে।

রংপুর বার এসোসিয়েশনঃ

রংপুর জেলা জজ আদালতের বার এ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী বার। রংপুর বারের বর্তমান সভাপতি জনাব আঃ মালেক এবং সাধারণ সম্পাদক জনাব আঃ হক প্রামাণিক।