চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোঃ সুরুজ সরকার
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর
গত ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ এ জনাব মোঃ সুরুজ সরকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুর জেলায় যোগদান করেন। তিনি তৃতীয় বি.জে.এস এর একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর-২০০৮২০৩২২৮ । শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি.(সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং উক্ত ফলাফল প্রাপ্তির পূর্বেই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর এক জন গর্বিত সদস্য হবার সুযোগ পান। তার নিজ জেলা সিরাজগঞ্জ। ইতোঃপূর্বে তিনি সহকারী জজ হিসেবে জামালপুর জেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কিশোরগঞ্জ জেলায়, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বগুড়া এবং ঠাকুরগাঁও জেলায় এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে টাঙ্গাইল জেলায় কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি ৮৪ তম বিচার প্রশাসন মৌলিক প্রশিক্ষণ কোর্স, সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাদের জন্য আয়েজিত ১১৩ তম রিফ্রের্শাস কোর্স,১০১ তম (৩য় ব্যাচ) সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স , যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৩৬ তম রিফ্রের্শাস কোর্স , অতিঃ জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১১ তম ওরিয়েস্টেশন কোর্সে অংশগ্রহন করেন। ২০২০ সালে ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয়,অস্ট্রেলিয়া এ অনুষ্ঠিত “ অধস্তন আদালতের শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ”শীর্ষক প্রশিক্ষন গ্রহন করেন। এছাড়াও ব্যক্তিগত ভাবে তিনি ভারত ভ্রমণ করেছেন। তাঁর সুযোগ্য সহধর্মিণী জনাব তাসলিমা নাসরিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে রংপুর জেলায় কর্মরত আছেন।