জেলা ও দায়রা জজ

জনাব ফজলে খোদা মোঃ নাজির
সিনিয়র জেলা ও দায়রা জজ, রংপুর
জনাব ফজলে খোদা মোঃ নাজির, জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ০৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রংপুর জেলায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি জেলা ও দায়রা জজ পদে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তার নিজ জেলা টাঙ্গাইল। তার সার্ভিস আইডি নম্বর-১৯৮১১১৮০৯২। তিনি ১৯৯৪ খ্রিঃ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (সম্মান) এবং ১৯৯৫ খ্রিঃ সনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বিগত ২৪-০৬-১৯৯৮ খ্রিঃ তারিখে তিনি ১৮ তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য হিসাবে জুডিস্যাল সার্ভিসে যোগদান করে প্রথমে সহকারী জজ হিসাবে রাজশাহী, গাইবান্ধা, নওগাঁ জেলায়, সিনিয়র সহকারী জজ হিসাবে গোপালগঞ্জ ও জামালপুর জেলায় এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জামালপুর ও ঢাকা জেলায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে সিরাজগঞ্জ জেলা এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৯ খ্রিঃ ১২তম বিচার প্রশাসন সংক্রান্ত মৌলিক প্রশিক্ষন কোর্স, ২০০০ খ্রিঃ সনে বি.পি.এ.টি.সি. সাভার, ঢাকায় ২৬তম বুনিয়াদি প্র্রশিক্ষণ কোর্স, বি.পি.এ.টি.সি এর ব্যবস্থাপনায় ২০০০ খ্রিঃ সনে বি.আর.টি.সি স্পেশাল লাইট ড্রাইভিং ট্রেনিং কোর্স, ২০০৭ খ্রিঃ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক ৬৮ তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্স, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে ২০০৭ খ্রিঃ সনে অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটগণের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স , ২০১০ খ্রিঃ সনে South Asian Institute of Advanced Legal and Human Rights Studies (Sails) কর্তৃক আয়োজিত Brac Centre, Rajendrapur, Gazipur এ অনুষ্ঠিত একমাস মেয়াদী Certificate Course on Alternative Dispute Resolution, (ADR) এবং ২০১৩ খ্রিঃ Judicial Strengthening (JUST) Project, Supreme Court of Bangladesh কর্তৃক আয়োজিত Role of Mediation and better case management in dispensation of quality Justice in Civil Cases, অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত 2 Weeks short course (18.03.2018 to 31.03.2018) through capacity Building of Law Justice Division for strengthening subordinate Judiciary management, Western Sydney University, Australia, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল ও ছত্রিশগড় স্টেট জুডিসিয়াল একাডেমিতে ২২-০১-২০২৪ হতে ০১-০২-২০২৪ খ্রিঃ পর্যন্ত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন । এছাড়াও কর্ম জীবনে তিনি দেশের বাইরে অস্ট্রেলিয়া, কোরিয়া এবং ইন্ডিয়া ভ্রমণ করেন ও প্রশিক্ষণ গ্রহণ করেন।